এসএসসিতে সিলেট বোর্ড কেন এবারও পিছিয়ে?
এসএসসির ফলে দেশের মোট নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে এবারও পিছিয়ে থাকল সিলেট। চিত্রটি নতুন নয় মোটেও। গত ছয় বছরের ফলাফলের উপর চোখ বোলালে দেখা যায়, সিলেট শিক্ষা বোর্ড পাঁচবারই ছিল তলানিতে।
মাধ্যমিকে এই বোর্ডটির ফলাফল এবারও অন্যগুলোর তুলনায় কেন খারাপ হল? স্থানীয় শিক্ষকরা বন্যাকে কারণ দেখালেন। সেই সঙ্গে বলছেন, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার ফল ভালো হলেও মানবিকের খারাপ ফল টেনে নামাচ্ছে সার্বিক হার।
ইংরেজি ও গণিতে যথেষ্ট ভালো শিক্ষক না থাকাকে কারণ দেখাচ্ছেন সিলেট বোর্ডের কর্মকর্তারা। তারা বলেছেন, সেই কারণে এই দুটি বিষয়ে দুর্বল থেকে যাচ্ছে মানবিকের শিক্ষার্থীরা।
সিলেট অঞ্চলের পিছিয়ে পড়ার পিছনে বড় কারণ হিসেবে বিশেষজ্ঞ দৃষ্টিতে উঠে আসছে আর্থ-সামাজিক পরিস্থিতি। পিছিয়ে পড়া এলাকায় ভালো শিক্ষক যাচ্ছেন না, শিক্ষা অবকাঠামো পর্যাপ্ত নয় এবং অভিভাবকদের মধ্যে সচেতনতার অভাবের কথা বলছেন তারা।
সিলেট কেন পিছিয়ে থাকছে, তাতে গুরুত্ব দিয়ে সংকট নিরসনে সরকারের বিশেষ নজর দেওয়া দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা।