বিশ্ববিদ্যালয় ও হলের পরিবেশ যেমন হওয়া উচিত
যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ডাকা শান্তি সমাবেশে যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থাকা শিক্ষার্থীদের বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে ছাত্রলীগের হল পর্যায়ের নেতাদের বিরুদ্ধে। শিক্ষার্থীরা বলছেন, ছাত্রলীগ নেতারা তাদের বলেছেন, সমাবেশে না গেলে হলে থাকতে দেওয়া হবে না। (প্রথম আলো, ২৮ জুলাই ২০২৩)।
বিষয়টা কি আদৌ যৌক্তিক? সভ্য দেশে তা কি আশা করা যায়? অথচ আমরা ঠিক উল্টো কাজ করতে পারতাম। ছাত্রদের আলাদা হলের পরিবেশ দিতে পারতাম। ছাত্রদের ব্যক্তিগত ইচ্ছা প্রাধান্য দিতে পারতাম।
আসুন ভিন্নভাবে দেখার চেষ্টা করি। এমন যদি হতো যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কোনো দলের লেজুড়বৃত্তি না করে শিক্ষা ও ছাত্রদের জন্য যা কল্যাণকর সেই রাজনীতি করছে। বিশ্ববিদ্যালয়ে যদি নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হতো এবং সেই নির্বাচনে যারা প্রার্থী হতো তারা কোনো দলের লেজুড়বৃত্তি করতো না।