কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নাগরিক ও রাজনৈতিক অধিকারের ক্ষেত্র সংকুচিত হয়েছে

প্রথম আলো ইমোন গিলমোর প্রকাশিত: ০২ আগস্ট ২০২৩, ১০:০৪

২০১৯ সালের মার্চে আপনি বাংলাদেশে এসেছিলেন। সফর শেষে আপনি বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নতির তাগিদ দিয়েছিলেন। চার বছর পর আপনি গুণগত কী পরিবর্তন দেখতে পেলেন?


ইমোন গিলমোর: বাংলাদেশের আর্থসামাজিক ক্ষেত্রে এই সময়ে একটা পরিবর্তন এসেছে। বিষয়টি গুরুত্বপূর্ণ এবং এর স্বীকৃতি দেওয়া উচিত বলে আমি এবারের সফরের বিভিন্ন আলোচনায় বলেছি। এবার এসে শুনেছি গত চার বছরে নাগরিক ও রাজনৈতিক অধিকারের চর্চার ক্ষেত্র আরও আঁটসাঁট হয়েছে, বিশেষ করে নাগরিক সমাজের কাজের ক্ষেত্রের বিষয়টি। পাশাপাশি বাংলাদেশ যখন নির্বাচনের দিকে এগিয়ে চলেছে, সে সময়টায় ব্যাপক পরিসরে রাজনৈতিক বিতর্ক এবং রাজনৈতিক সম্পৃক্ততার পরিবেশ সংকুচিত হয়েছে। প্রণয়নের পর থেকেই ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) এ ক্ষেত্রে ভূমিকা রেখেছে। সে কারণে মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করার ক্ষেত্রে এর ব্যবহার কীভাবে হচ্ছে, আমরা সে প্রশ্নটা তুলেছি। তবে ডিজিটাল নিরাপত্তা আইনের যে সংস্কার করা হচ্ছে, সেটা উৎসাহব্যঞ্জক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও