সড়কে ফিটনেসবিহীন যানবাহন

যুগান্তর সম্পাদকীয় প্রকাশিত: ০২ আগস্ট ২০২৩, ০৯:০০

দেশে সড়ক-মহাসড়কের নৈরাজ্যের বিষয়টি বহুল আলোচিত। সারা দেশের সড়ক-মহাসড়কগুলো মৃত্যুফাঁদে পরিণত হওয়ার অন্যতম কারণ ফিটনেসবিহীন যানবাহন। গতকাল যুগান্তরে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে সারা দেশে ফিটনেসবিহীন যানবাহনের সংখ্যা ৫ লাখ ৭১ হাজার ৪৮৪।


এটি যে প্রকৃত সংখ্যা নয়, তা বলাই বাহুল্য। দেশে ফিটনেসবিহীন যানবাহন রয়েছে আরও বেশি। জানা যায়, সড়কে যাতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করতে না পারে, সেজন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের আওতায় গতানুগতিক পদ্ধতির পরিবর্তে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে যানবাহনের ফিটনেস নবায়ন করা হবে।


এজন্য ঢাকা মেট্রো-১ সার্কেলে (মিরপুর) ১২ লেনবিশিষ্ট ভেহিক্যাল ইনস্পেকশন সেন্টার স্থাপন করা হবে। এ বিষয়ে সব প্রস্তুতি শেষ করা হয়েছে। বর্তমানে দুই লেনবিশিষ্ট ভেহিক্যাল ইনস্পেকশনের মাধ্যমে ফিটনেস নবায়ন করা হয়। এর আওতায় শতভাগ ফিটনেস পরীক্ষা সম্ভব হয় না। ১২ লেনবিশিষ্ট ভেহিক্যাল ইনস্পেকশন সেন্টার চালু হলে গাড়ি শতভাগ ফিটনেস পরীক্ষা করা সম্ভব হবে বলে জানান সংশ্লিষ্টরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও