পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

বার্তা২৪ পায়রা বন্দর প্রকাশিত: ০১ আগস্ট ২০২৩, ১৪:৪৯

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চলনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়েছে উঠেছে।


মঙ্গলবার (১ আগস্ট) কলাপাড়ার পায়রা সমুদ্র বন্দর সমূহকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেয় আবহাওয়া অফিস।


উপকূলের বেশির ভাগ এলাকায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। বাতাসের চাপও বেড়েছে। এদিকে লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকায় এ সংকেত দেখিয়েছে আবহাওয়া অফিস। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।


এদিকে ৬৫ দিন অবরোধ শেষে জেলেরা মাছ শিকার শুরু করতে না করতেই এই লঘুচাপের কারণে চরম বিপদে উপকূলীয় জেলেরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও