কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

খোলা সয়াবিন বিক্রি বন্ধের তদারকি শুরু আজ

প্রথম আলো জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রকাশিত: ০১ আগস্ট ২০২৩, ১৪:০৩

খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের জন্য আজ মঙ্গলবার থেকে সারা দেশে বাজার তদারকিতে নামছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর আগে খোলা সয়াবিন বন্ধের জন্য সরকারের পক্ষ থেকে কয়েক দফা সময়সীমা নির্ধারণ করে দিলেও সেটা মানতে দেখা যায়নি। একই সময়ে সয়াবিনের আন্তর্জাতিক বাজারে অস্থিরতার ফলে সরকার চুপচাপ ছিল। এখন সয়াবিনের দাম কমতে শুরু করায় খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আপাতত বাজারে শুধু খোলা সয়াবিন বিক্রি বন্ধ করা হবে। খোলা পাম ও পাম সুপারের মতো খোলা তেল বাজারে থাকবে। এখন খোলা সয়াবিন পুরোপুরি মোড়কজাত করে বিক্রি করতে পারলে, পরে অন্যান্য তেলকেও এ নিয়মের আওতায় আনা হবে। অর্থাৎ অন্যান্য তেলও মোড়কজাত করে বিক্রি করতে হবে। সরকার চাইছে, বাজারে খোলা কোনো তেল থাকবে না। ভোজ্যতেলের সব কটি পদই মোড়কজাত করে বিক্রি করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও