পৌরসভার ৮ ওয়ার্ডের আহবায়ক কমিটি গঠন
ফরিদপুর পৌরসভার আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে সাংগঠনিক কাজে গতি ফেরাতে এবং মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিল করে নতুন করে সম্মেলন অনুষ্ঠানের লক্ষ্যে ৮টি ওয়ার্ডে পৃথক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার পাওয়া তথ্য মতে, শুক্রবার ও শনিবার পৌর আওয়ামী লীগের আহবায়ক মনিরুল হাসান মিঠু স্বাক্ষরিত এক পত্রে কমিটিগুলো ঘোষণা করা হয়। ওয়ার্ডগুলো মধ্যে রয়েছে- ফরিদপুর পৌরসভার ৬নং, ৮ নং, ৯ নং, ১০ নং, ১১ নং, ১৩ নং, ১৪ নং ও ২১ নং ওয়ার্ড।
পত্রের তথ্য মতে, বাংলাদেশ আওয়ামী লীগের ফরিদপুর পৌর শাখার অর্ন্তগত ওয়ার্ড কমিটির মেয়াদ উত্তীর্ন হওয়ায় সাংগঠনিক স্থবিরতা দেখা দেয়। সাংগঠনিক কাজে গতি ফিরিয়ে আনতে দলীয় গঠনতন্ত্র অনুসারে আগামী তিন মাসের জন্য এসব আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। আগামী তিন মাসের মধ্যে ২য় কেন্দ্রভিত্তিক ইউনিট কমিটি সম্পন্ন করে সম্মেলন আয়োজনের নির্দেশনাও দেওয়া হয়েছে এতে।