![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-07%252F8b463d50-297d-4bf8-90f8-b47416370c85%252FVirus_Series_BTS__Netrokona__251_.JPG%3Frect%3D0%252C128%252C3871%252C2032%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2022-01%252F18c58c05-9e66-46f3-8946-4437460f8f90%252FBanner_7814X143.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
আসছে নতুন এক ‘ভাইরাস’
প্রথম আলো
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৩, ০৮:০৩
‘আসছে নতুন একধরনের ভাইরাস…আপনি কি আক্রান্ত?’ এ রকম একটা ক্যাপশন দিয়ে গত রোববার সন্ধ্যায় নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্টার প্রকাশ করে চরকি। রাত থেকেই পোস্টারটি নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন অনেক দর্শক। এটি চরকি অরিজিনাল সিরিজ ‘ভাইরাস’-এর পোস্টার।
সিরিজটি নির্মাণ করেছেন ‘দেবী’, ‘দুই দিনের দুনিয়া’র পরিচালক অনম বিশ্বাস। শিগগিরই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে সিরিজটি মুক্তি পাবে।
‘কোন ভাবনা থেকে “ভাইরাস” নির্মাণ করেছেন?’ এমন প্রশ্নে পরিচালক অনম বিশ্বাস বলেন, ‘ডিজিটাল সময়ের মানুষদের জন্য এমন একটা গল্প বলতে চেয়েছি, যেটা তাঁদের একটু হলেও ভাবাবে। পুরো শুটিংয়ের সময় এমন গরম আর রোদ ছিল যে ভাগ্য ভালো কেউ পালিয়ে যাননি।