লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দ্বিতীয় দিনে আজ মাঠে নামে সাকিবের গল টাইটান্স ও ডাম্বুলা অরা। টস হেরে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান করে দলটি। তিনে নামা ভানুকা রাজাপাকসে দলের সর্বোচ্চ ৪৮ (৩৪ বলে) রান করেন।
অধিনায়ক দাসুন শানাকা ২১ বলে ৪২ রানে অপরাজিত থাকেন।গল টাইটান্সের একাদশে ছিলেন সাকিব আল হাসানও। ডাম্বুলা অরার বিপক্ষে বড় ইনিংস খেলতে না পারলেও আলো ছড়ান ৩৬ বছর বয়সী এই ব্যাটার। ভানুকা রাজাপাকসের বিদায়ে গলের পঞ্চম ব্যাটার হিসেবে ১৩তম ওভারে মাঠে নামেন সাকিব। তবে নিজের রুদ্রমূর্তি ১৫তম ওভারে দেখান বাঁহাতি এই ব্যাটার। ধনঞ্জায়া ডি সিলভার করা ওই ওভারে সাকিবের ২টি ছক্কা ও ১ চারে আসে ১৯ রান।