You have reached your daily news limit

Please log in to continue


সোহরাওয়ার্দীতে বিএনপির সমাবেশ মঞ্চ প্রস্তুত

স্থান নিয়ে টানাপড়নের পর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশের জন্য মঞ্চ নির্মাণ করা হয়েছে।

সোমবার বিকাল ৩টায় শুরু হবে সমাবেশের কার্য্ক্রম। সেজন্য খোলা চারটি ট্রাক একত্রিত করে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। টানানো হয়েছে অর্ধশতাধিক মাইক।

অস্থায়ী মঞ্চের সামনে মাদুর বিছিয়ে দেওয়া হয়েছে, যাতে নেতা-কর্মীরা বসে নেতৃবৃন্দের বক্তৃতা শুনতে পারেন।

গত ২৯ জুলাই ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচিতে ‘নিপীড়ন-নির্যাতনের’ প্রতিবাদে দেশের সব মহানগর ও জেলা সদরে এই জনসমাবেশ হচ্ছে একযোগে। ঢাকায় এটি কেন্দ্রীয় কর্মসূচির অংশ।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বল্পতম সময়ের নোটিসে এই প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমি আশাবাদী, আজকের এই সমাবেশেও ব্যাপক লোক সমাগম ঘটবে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন