কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


আর অপেক্ষা নয়

গতকাল বিশ্বজুড়ে পালিত হলো বিশ্ব হেপাটাইটিস দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ওয়ার্ল্ড হেপাটাইটিস এলায়েন্সের আহ্বানে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। আমাদের দেশেও দিনটি সামনে রেখে ভাইরাল হেপাটাইটিস বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। ভাইরাল হেপাটাইটিস প্রতিরোধে বিশ্ব হেপাটাইটিস দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ‘ডব’ৎব হড়ঃ ধিরঃরহম’ (আর অপেক্ষা নয়)। হেপাটাইটিস এখনই নির্ণয় করতে হবে, পরীক্ষা করতে হবে। যার হেপাটাইটিস ধরা পড়বে, তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা নিতে হবে। যার নেগেটিভ আসবে, তার জন্য হেপাটাইটিস-বি প্রতিরোধক টিকা নিতে হবে। আসলে হেপাটাইটিস-সি’র কোনো প্রতিরোধক টিকা নেই। সচেতনতার মধ্য দিয়েই নিজেকে রক্ষা করতে হবে। ভাইরাল হেপাটাইটিসে পৃথিবীতে প্রতি ৩০ সেকেন্ডে একজন মৃত্যুবরণ করে।

হেপাটাইটিস সম্পর্কে ধারণা : হেপাটাইটিস (লিভারের প্রদাহ) সাধারণত এ, বি, সি, ডি এবং ইÑ এই পাঁচ ধরনের ভাইরাসের কারণে হয়ে থাকে। হেপাটাইটিস ‘এ’ এবং ‘ই’ খাদ্য ও পানীয় জলবাহিত, যা থেকে একুইট (তীব্র) হেপাটাইটিস হয়ে থাকে এবং সাধারণত ৪-৮ সপ্তাহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতার মাধ্যমে সেরে যায়। কোনো কোনো ক্ষেত্রে তাৎক্ষণিক লিভার ফেইলিউর হতে পারে। হেপাটাইটিস-ই ভাইরাস গর্ভকালীন অবস্থায় গর্ভবতী মা ও সন্তানের জন্য জটিলতা সৃষ্টি করতে পারে। হেপাটাইটিস-ডি সাধারণত হেপাটাইটিস-বির সঙ্গে তার প্রদাহ ক্রিয়া করে থাকে। প্রধান উদ্বেগ হচ্ছে হেপাটাইটিস ‘বি’ এবং ‘সি’। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, ৩৫৪ মিলিয়ন মানুষের হেপাটাইটিস ‘বি’ এবং ‘সি’ রয়েছে। হেপাটাইটিস-বি ২৯৬ মিলিয়ন এবং হেপাটাইটিস-সি ৫৮ মিলিয়ন। এজন্য প্রায় ১.১ মিলিয়ন মানুষ প্রতিবছর মৃত্যুবরণ করে। ভাইরাল হেপাটাইটিস মানুষের মৃত্যুর দশম কারণ। হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ লিভার সিরোসিস ও লিভার ক্যানসারের প্রধান কারণ। লিভার ক্যানসার মানুষের মৃত্যুর ক্যানসারজনিত মৃত্যুর তৃতীয় প্রধান কারণ। হেপাটাইটিস-বি’জনিত ৫৪ শতাংশ এবং হেপাটাইটিস-সি’জনিত ৩১ শতাংশ লিভার ক্যানসার হয়ে থাকে। ভাইরাল হেপাটইটিসজনিত ১০ জনের ৯ জনই জানে না, তার শরীরে হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ ভাইরাস আছে। নীরবে দীর্ঘদিন ধরে লিভারের ক্ষতি সাধন করে লিভার সিরোসিস, লিভার ক্যানসার ও লিভার ফেইলিউর করে থাকে। এজন্য এ দুই ভাইরাসকে বলা হয় নীরব ঘাতক। শিশুদের ক্ষেত্রে এটি আরও মারাত্মক ভয়ের কারণ। আক্রান্ত মায়ের থেকে সন্তানের অথবা শিশু অবস্থায় আক্রান্ত হলে ৮০-৯০ শতাংশের দীর্ঘমেয়াদি হেপাটাইটিস হয় এবং প্রায় ২০-২৫ শতাংশ প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই মৃত্যুবরণ করে। চিকিৎসা ক্ষেত্রে বিশ্বে মাত্র ১ শতাংশ হেপাটাইটিস-বি এবং ১.৫ শতাংশ হেপাটাইটিস-সি আক্রান্তদের চিকিৎসার আওতায় আনা সম্ভব হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন