চিরকালই নিজের শর্তে বাঁচেন বর্ষীয়ান বলিউড অভিনেত্রী রেখা। সমালোচনাকে কোনোকালেই পাত্তা দেননি তিনি। ব্যক্তিগতজীবন হোক কিংবা সিনে পর্দা, বারবার সমাজের প্রচলিত ধ্যান-ধারণাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে তার ছকভাঙা চিন্তাধারা।
ব্যক্তিগত নারী সহকারী ফরজানার সঙ্গে নাকি সহবাস করেন রেখা! সম্প্রতি অভিনেত্রীর আত্মজীবনীর এমন বিস্ফোরক দাবি নিয়ে সামাজিকমাধ্যমের পাতায় শোরগোল পড়ে গিয়েছিল। এবার বিতর্কের মাঝেই নিজের গাড়িতে সেই নারী সহকারীকে পাশে বসিয়ে সিনেমা দেখতে ছুটলেন রেখা।