কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


মহাসমাবেশ শুরুর চার ঘণ্টা আগেই নয়াপল্টনে বিপুল নেতা–কর্মী

রাজধানীর নয়াপল্টনে আজ শুক্রবার বেলা দুইটা থেকে বিএনপির মহাসমাবেশ শুরু হওয়ার কথা। তবে সকাল ১০টায় সমাবেশ শুরুর চার ঘণ্টা আগেই বিএনপির নেতা–কর্মীতে ভরে গেছে দলটির সমাবেশস্থল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিপুলসংখ্যক নেতা–কর্মী গতকাল বৃহস্পতিবার রাতেই সমাবেশস্থলে এসে হাজির হয়েছেন। তাঁদের মধ্যে অনেকে রাতভর নয়াপল্টনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিয়েছেন।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে নয়াপল্টনে মহাসমাবেশ করছে বিএনপি।

সরেজমিন দেখা যায়, কাকরাইল মসজিদের সামনে থেকে নাইটিঙ্গেল মোড় এবং নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক হয়ে ফকিরাপুল পর্যন্ত সড়কে বিএনপির নেতা–কর্মীরা অবস্থান নিয়েছেন। অন্যদিকে মালিবাগ আবুল হোটেল থেকে শুরু করে মালিবাগ, মৌচাক, সেগুনবাগিচা কাঁচাবাজার, বিজয়নগর পানির ট্যাংকসহ নয়াপল্টনের আশপাশের অলিগলিতে বিপুলসংখ্যক নেতা–কর্মী অবস্থান নিয়েছেন।

রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে পৃথক মিছিল নিয়ে নয়াপল্টনে আসছেন নেতা–কর্মীরা। ঢাকার আশপাশের জেলা–উপজেলাসহ দেশের বিভিন্ন এলাকা থেকেও মিছিল নিয়ে নেতা–কর্মীরা মহাসমাবেশস্থলে আসছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন