ঠোঁট, চোখের চারপাশের বলিরেখা দূর করার উপায়
বার্তা২৪
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৩, ০৬:৩৯
কয়েক বছর আগেও ৪০ ছুঁইছুঁই হলে নারীরা বলিরেখা নিয়ে চিন্তা করতেন। কিন্তু এখন বলিরেখা আর বয়সের সূত্র মেনে মুখে তার ছাপ ফেলে না। ২৫-এর পর থেকেই ত্বকে তার আনাগোনা চলতে থাকে। তবে শুষ্ক ত্বক বা যাদের ত্বকে পানির ঘাটতি রয়েছে, তাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। বলিরেখা আটকাতে তাই আগে থেকেই ‘অ্যান্টি এজিং’ ক্রিম মাখতে বলেন বিশেষজ্ঞরা। তবে এই জাতীয় প্রসাধনীতে রাসায়নিকের ব্যবহার বেশি। তাই অনেকেই তা ব্যবহার করতে চান না। তবে ঘরোয়া কিছু উপাদানে কিন্তু এই বলিরেখাকে আটকে দেওয়া যায়।