ফ্যাটি লিভার থেকে সিরোসিস ও ক্যানসার
দেশে প্রতি তিনজন মানুষের একজন ফ্যাটি লিভারে ভুগছেন। রোগটি বয়স্ক এবং পুরুষদের বেশি হলেও এখন বিপুল সংখ্যক শিশু-কিশোর ফ্যাটি লিভারে আক্রান্ত।
ফ্যাট থেকে বদলে যায় লিভার : যকৃতে যখন তার নিজস্ব ওজনের ৫ থেকে ১০ ভাগ বেশি চর্বি জমে যায়, তখন এটিকে বলা যায় ফ্যাটি লিভার। যখন যকৃতে শুধু চর্বি জমে থাকে কিন্তু কোনো প্রদাহ থাকে না, এটি সাদামাটা ফ্যাটি লিভার। কিন্তু একপর্যায়ে এখানে তৈরি হয় প্রদাহ। রক্তের এক ধরনের কোষ এখানে এসে আঘাত হানে। একে বলা হয় স্টিয়ো-হেপাটাইটিস। এ পর্যায়ে যকৃতের কোষগুলো আস্তে আস্তে ধ্বংস হতে থাকে। সুশৃঙ্খল কোষ কাঠামো ভেঙে এবড়ো-থেবড়ো আকার ধারণ করে। তন্তু জাতীয় কোষের আধিক্য বেড়ে যায়। এটাকে বলা হয় ফাইব্রোসিস। পরবর্তী সময় এটি মোড় নেয় সিরোসিসের দিকে। মসৃণ যকৃতের পৃষ্ঠ তখন হয়ে পড়ে এবড়ো-থেবড়ো এবং মার্বেলের মতো অসংখ্য গুটি তৈরি হয় এর গা-জুড়ে। যাদের ফ্যাটি লিভার রয়েছে তাদের এক-চতুর্থাংশ বলা যায় এ রকম স্টিয়ো-হেপাটাইটিস নামক বিপর্যয়ের মাঝে অবস্থান করছেন। যাদের ডায়াবেটিস রয়েছে তাদের লিভার ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি দ্বিগুণ বেশি।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- ফ্যাটি লিভার
- লিভারের চর্বি