ঝালকাঠির বাস দুর্ঘটনার কারণ ‘অতিরিক্ত যাত্রী, বেপরোয়া গতি আর চালকের খামখেয়ালি’
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৩, ১৬:৩৪
ভারী যানবাহন চালানোর লাইসেন্স না থাকা বাসচালকের খামখেয়ালিপনার কারণেই ঝালকাঠির ছত্রকান্দায় দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে র্যাব।
দুর্ঘটনার শিকার বাশার স্মৃতি পরিবহনের বাসের চালক মোহন খানকে গ্রেপ্তারের পর বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এসে এ কথা জানান বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।
বুধবার সকালে গাজীপুর থেকে বাসচালক মোহন খানকে গ্রেপ্তার করে র্যাব।
এর আগে গত সোমবার ওই বাসের সুপারভাইজার মো. ফয়সাল ওরফে মিজানকেও র্যাব গ্রেপ্তার করে। চালকের সহকারী এখনও পলাতক।
বাসটিতে অতিরিক্ত যাত্রী ছিল জানিয়ে র্যাব কর্মকর্তা খন্দকার আল মঈন বলেন, “৪৫ আসনের বাসটিতে প্রায় ৫৫ জন যাত্রী নিয়ে খামখেয়ালি এবং বেপরোয়া গতিতে চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে আমরা জানতে পেয়েছি।”