কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আমদানি মূল্যের তুলনায় ভোজ্যতেল, আটা, পেঁয়াজের খুচরা মূল্য অনেক বেশি: সরকারি প্রতিবেদন

www.tbsnews.net প্রকাশিত: ২৫ জুলাই ২০২৩, ১৬:২৩

অত্যাবশকীয় পণ্য ভোজ্যতেল, আটা, ময়দা ও পেঁয়াজের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে যে হারে মূল্য হ্রাস পেয়েছে, দেশের বাজারে তার প্রতিফলন নেই বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।


তবে মসুর ডাল ও রসুনের আন্তর্জাতিক বাজার মূল্যের সঙ্গে স্থানীয় বাজার মূল্যের সম্পর্ক ইতিবাচক বলে মনে করছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।


জুনে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের সপ্তম সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের উপস্থাপন করা এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়।


এতে বলা হয়, "আমদানি করা পণ্যের আমদানি মূল্যের তুলনায় খুচরা মূল্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। অত্যাবশকীয় পণ্য বিপণন পরিবেশক নিয়োগ আদেশ প্রতিপালন না হওয়ায় ভোজ্যতেল ও চিনির মূল্য বৃদ্ধি পাচ্ছে।"


কৃষি পণ্যের উৎপাদন মূল্যের তুলনায় খুচরা মূল্যের পার্থক্য অত্যধিক বলে চিহ্নিত করেছে মন্ত্রণালয়।   


অত্যাবশকীয় পণ্যের সাপ্লাই চেইনের কোন ধাপে বেশি মুনাফা হচ্ছে, তা বের করার জন্য সমীক্ষা পরিচালনা করা এবং অত্যাবশকীয় পণ্যের পরিবহন ব্যয় কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও