You have reached your daily news limit

Please log in to continue


বাজেটে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটবে কি?

নানা কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। এমন পরিস্থিতিতে আগামী অর্থবছরের (২০২৪-২৫) জন্য আট লাখ কোটি টাকার বাজেট দিচ্ছে সরকার। সবকিছু ঠিক থাকলে আগামী ৬ জুন জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবার সংকোচনমূলক বাজেট দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, এবারের বাজেট তৈরির ক্ষেত্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে রাজস্ব আহরণ বাড়ানোর লক্ষ্যে পরিকল্পনা রয়েছে করজাল বাড়ানোর। দেশের দরিদ্র জনগোষ্ঠী যেন কিছুটা স্বস্তি পায়, সেদিকে লক্ষ্য রেখে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীর সংখ্যা বাড়ানো হতে পারে। এছাড়া বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) বাড়ানো, আমদানি নিয়ন্ত্রণ এবং বৈধ চ্যানেলে প্রবাসী আয় বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন