কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বিয়ের বেনারসি কিনতে যাবেন? কোন বিষয়গুলি মাথায় না রাখলেই ঠকতে হবে?

বাঙালি কনেরা ইদানীং বৌভাতের সন্ধ্যায় লেহঙ্গা পরলেও বিয়ের সাজে সাবেকিয়ানার ছোঁয়া রাখতে বেনারসি পছন্দ করেন। হালে বিয়ের সাজের খাতায় যতই ডিজাইনার লেহঙ্গা বা জমকালো পোশাক যোগ হোক না কেন, বাঙালি বিয়েতে এখনও বেনারসির চাহিদা একদম প্রথমে।

বিয়েতে সব কনেই চান তাঁর সাজ যেন একেবারে নিঁখুত হয়, আর পাঁচ জনের থেকে আলাদা হয়। এখন বাজারে বেনারসিরও অনেক ধরন রয়েছে। কেউ জারদৌসি বেনারসি কিনছেন, কেউ আবার কাতান বেনারসি। সামনেই বিয়ে? বেনারসি কেনার আগে কোন বিষয়গুলি মাথায় না রাখলে ঠকতে হবে?

১) বেনারসি শাড়ির ধরন এবং নকশায় অনেক বৈচিত্র রয়েছে। যেমন, কাতান বেনারসি, কোরা বেনারসি, জর্জেট বেনারসি, তানচোই বেনারসি ইত্যাদি। তাই বেনারসি কেনার আগে কোন ধরনের বেনারসি আপনার পছন্দ, বা কী ধরনের বেনারসি কিনতে চাইছেন তা আগে থেকেই ঠিক করে রাখুন। দোকানে গিয়ে একাধিক ধরনের শাড়ি দেখলই বিব্রত হবেন।

২) কোন মরসুমে বিয়ে করছেন, সেটা মাথায় রেখে বেনারসি পছন্দ করুন। যেমন বিয়ের মরসুম বছরের শেষ ভাগে হলে ভরপুর শীতের আমেজ থাকবে। সে ক্ষেত্রে একটু ভারী বেনারসি কেনাই যায়। অন্য দিকে, গরমের সময়ে বিয়ে থাকলে হাল্কা বেনারসি কেনাই বাঞ্ছনীয়, নইলে আপনি স্বচ্ছন্দ থাকতে পারবেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন