You have reached your daily news limit

Please log in to continue


ভুল বোঝাবুঝি হয়েছে, ফোনে কথা বলব: নিশো

ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে আফরান নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’। দেশের মতো ওপার বাংলাতেও বেশ ভালো সাড়া ফেলেছে সিনেমাটি। বর্তমানে সেখানেই অবস্থান করছেন নিশো। সঙ্গে আছেন এই ছবির নায়িকা, নির্মাতা ও প্রযোজক।

ছবিটির প্রচারণায় বেশ ব্যস্ত সময় পার করছেন আফরান নিশো। মুখোমুখি হয়েছেন বেশ কিছু গণমাধ্যমের। গত ২০ জুলাই কলকাতার প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনে নিশোর একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। যেখানে তিনি তার বন্ধু চিত্রনায়ক নিরব ও ইমন তাদের ব্যক্তিজীবন আড়ালে রেখেছেন বলে মন্তব্য করেন। তার এ বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন নিরব। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ‘সুড়ঙ্গ’ অভিনেতা।

জি ২৪ ঘণ্টা ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে আফরান নিশো বলেন, ‘নিরব, ইমন আমার বন্ধুরা অনেকেই ব্যক্তিগত জীবন লুকিয়ে রাখে। তবে সেটা ক্যারিয়ারে কিছু যোগ করে না। এটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং (ভুল বোঝাবুঝি)। আমি ফোনে কথা বলব।’

এর আগে আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে নিশো বলেছিলেন, ‘আমার বন্ধু নিরব, ইমন ব্যক্তিজীবনকে অন্তরালে রেখেছেন। সেটা তাদের ক্যারিয়ারে যে খুব সাহায্য করেছে, এমনটা নয়। সুপারস্টার, মেগাস্টার যা-ই হোক না কেন তার সবটা মিলিয়ে দর্শক তাকে অনুসরণ করেন। আসলে হিরোর ধারণাটা শুধু আমাদের দেশে আছে। হিরো আসেন, বসেন, একটার জায়গায় পাঁচটা চেয়ার দেওয়া হয়। আমার কাছে হিরো বলাটা বড্ড ফেক মনে হয়। হিরো এবং অভিনেতার মধ্যে বৈষম্য তৈরি করাটা আমার দর্শন অনুমতি দেয় না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন