You have reached your daily news limit

Please log in to continue


মণিপুরের ছায়া পশ্চিমবঙ্গের মালদহে, ২ নারীকে বিবস্ত্র করে মারধর

ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের ছায়া এবার পড়েছে পশ্চিমবঙ্গের মালদহে। দুই নারীকে ধর্ষণের পর বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর মতো ঘটনা ঘটেছিল মণিপুর রাজ্যে। এবার পশ্চিমবঙ্গের মালদহ জেলার বামনগোলার পাকুয়াহাটে দুই নারীকে চুরির অপবাদ দিয়ে বিবস্ত্র করে বেদম মারপিট করা হলো জনতার সামনে। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। তবে গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনার ভিডিও চিত্র উঠে আসে। তারপর তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, ওই দুই নারী গ্রাম থেকে পাইকারি দরে লেবু কিনে এনে বিক্রি করছিলেন ওই হাটে। এক ক্রেতার সঙ্গে দরদাম নিয়ে বিবাদ বেধে গেলে হাটের মানুষজন জড়ো হন। এ সময় ওই ক্রেতা হাটের মধ্যে ‘চোর, চোর’ বলে চিৎকার শুরু করলে হাটের মানুষজন এসে নারীদের পেটাতে থাকেন। একপর্যায়ে ওই দুই নারীকে প্রকাশ্যে বিবস্ত্র করে মারধর শুরু করা হয়। হাটের মানুষজন ওই দুই নারীকে বিবস্ত্র অবস্থায় কাছের পুলিশ ফাঁড়িতে নিলে পুলিশ কাছের এক বাড়ি থেকে একটি শাড়ি এনে তা ছিঁড়ে দুভাগ করে তুলে দেয় ওই দুই নারীর হাতে। যদিও ওই নারীরা লেবু চুরির কথা অস্বীকার করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন