প্রতিটি দফতরে জবাবদিহিতা সুনিশ্চিত করতে হবে: বিভাগীয় কমিশনার

বার্তা২৪ প্রকাশিত: ২৩ জুলাই ২০২৩, ১৯:১৮

প্রতিটি দফতরে জবাবদিহিতার বিষয়টি সুনিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। তিনি বলেন, কোনো বিশেষ দিন নয়, প্রতিটি দিনই যেন বিশেষ হয় আর বিশেষ সেবা যেন জনগণ পায়। এতে সবাইকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন থাকবে।


রোববার (২৩ জুলাই) দুপুরে রাজশাহী জেলা প্রশাসন কার্যালয় সম্মেলন কক্ষে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কমিশনার এ মন্তব্য করেন।


ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, পাবলিক সার্ভিস দিবস পালন করতে গিয়ে যেন জনসেবা ব্যাহত না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। বছরের বিভিন্ন দিন বিভিন্ন দিবস থাকে, আমরা তা পালনও করে থাকি, তবে যে কোনো দিবস পালন করার দিন আমাদের লক্ষ্য রাখা উচিত, আমরা যেন ওই দিন সর্বোচ্চ জনসেবা দিয়ে নিজেদের দায়িত্ব পালনের চেষ্টা করি। কোনো বিশেষ দিন নয়, প্রতিটি দিনই যেন বিশেষ হয় আর বিশেষ সেবা যেন জনগণ পায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও