ইউক্রেনের হামলায় রাশিয়ার সাংবাদিক নিহত

চ্যানেল আই ইউক্রেন প্রকাশিত: ২৩ জুলাই ২০২৩, ১৩:১২

ইউক্রেনের হামলায় রাশিয়ার একজন সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন রুশ সাংবাদিক। ইউক্রেনের দক্ষিণ-পূর্ব জাপোরিঝিয়ায় ফ্রন্ট লাইনের কাছে ইউক্রেনের ছোঁড়া গোলায় আরআইএ সংবাদ সংস্থার সংবাদদাতা রোস্টিস্লাভ জুরাভলেভ নিহত হন।


শনিবার (২২ জুলাই) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের আর্টিলারি হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে। আহত হওয়ার পর তাদের যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নেওয়া হয়। কিন্তু পথে ওই সাংবাদিকের মৃত্যু হয়।


রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত ক্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছে। তারা জানায়, রোস্টিস্লাভ জুরাভলেভর হত্যা পশ্চিমা এবং কিয়েভের পূর্বপরিকল্পিত ও যৌথ একটি অপরাধ।


সম্প্রতি ইউক্রেনকে ‘বিতর্কিত’ ক্লাস্টার বোমা দিয়েছে যুক্তরাষ্ট্র। পশ্চিমা অনেক দেশের উদ্বেগ থাকা সত্ত্বেও এই বোমা দেওয়া হয়। মার্কিন এক জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে কার্যকরভাবে এই বোমা ব্যবহার করছে ইউক্রেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও