কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইন্টারনেট শাটডাউন সরকারের নতুন ডিজিটাল অস্ত্র: মির্জা ফখরুল

যুগান্তর খালেদা জিয়ার গুলশান কার্যালয় প্রকাশিত: ২৩ জুলাই ২০২৩, ১২:৫৮

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছেন, দেশ-বিদেশের সব গণতান্ত্রিক শক্তির সহযোগিতায় বাংলাদেশের চলমান গণতান্ত্রিক আন্দোলন জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে চূড়ান্ত ফায়সালা পর্বে অনুপ্রবেশ করতে যাচ্ছে। এতদিন ধরে আওয়ামী লীগ সরকারের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন ও নেতাকর্মীদের ওপর নির্যাতন এবং মিথ্যা মামলা দিয়ে এ গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার অপচেষ্টা চালিয়েছে সরকার। তাদের সব অপচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। 


রোববার দুপুরে বিএনপি মিডিয়া সেলের আয়োজনে রাজধানীর গুলশানে চেয়াপারসন কার্যালয়ে সংবাদ সম্মেলন মির্জা ফখরুল এসব কথা বলেন। 


মির্জা ফখরুল বলেন, বিরোধী দলের আন্দোলন দমন করতে গণবিরোধী ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তৈরি করেছে সরকার। এ গণবিরোধী অ্যাক্টে শুধু বিরোধী রাজনৈতিক নেতাকর্মী নয়, মুক্তমনা অনেক সাংবাদিক ও স্বাধীন নাগরিকরাও শিকার হয়েছেন মিথ্যা মামলার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও