You have reached your daily news limit

Please log in to continue


এআইয়ের কারণে প্রেজেন্টাররা কি চাকরি হারাবেন?

ভারতে তুমুল জনপ্রিয় রোবট সিনেমার গল্পে নিজের ক্লোন রোবট তৈরি করেন বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করা সুপার স্টার রজনীকান্ত। ঘটনা পরম্পরায় সেই রোবট নিজের মতো করে সিদ্ধান্ত নিতে থাকে। ভালোবেসে ফেলে নায়িকা চরিত্রে অভিনয় করা ঐশ্বরিয়া রায়কে। ম্যানুপুলেশনের কারণে এক পর্যায়ে হয়ে ওঠে ধ্বংসাত্মক। যাতে অস্তিত্ব সংকটে পড়ে মানব সমাজ। যদিও উপমহাদেশের চলচ্চিত্রের রীতি অনুযায়ী ‘মধুরেণ সমাপয়েৎ’ তত্ত্ব মেনে রোবটকে হারিয়ে দেয় মানব মস্তিষ্ক। শঙ্কা কাটে চূড়ান্ত বিপর্যয়ের।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স- এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বাস্তব জীবনেই নতুন এক শঙ্কায় কোটি কোটি মানুষ। এই বুঝি গেলো রুটি-রুজি। এমন ধারণায় ধর্মঘট পর্যন্ত করেছেন হলিউডের চিত্রনাট্যকার ও কলাকুশলীদের সংগঠন। যাতে থমকে গেছে সিনেমা-টিভি সিরিজসহ নানান প্রকল্প। শিল্পীরা তাদের পারিশ্রমিক ও কাজের নিশ্চয়তা চেয়ে রাজপথে সমাবেশও করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন