ঝালকাঠিতে বাস পুকুরে: ১৫ জনের পরিচয় মিলেছে, দুজন মর্গে

বিডি নিউজ ২৪ ঝালকাঠি সদর প্রকাশিত: ২২ জুলাই ২০২৩, ২০:৪৮

ঝালকাঠি সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে উল্টে যাওয়া বাসের নিহত ১৫ যাত্রীর পরিচয় মিলেছে। 


স্বজনরা শনাক্তের পর মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান।  


তিনি আরও বলেন, বাকি দুটি মরদেহ এখনও ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে রয়েছে। স্বজনরা এসে পরিচয় শনাক্ত করলে এ দুটি মরদেহ হস্তান্তর করা হবে। 


শনিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন ছত্রকান্দা এলাকায় যাত্রীবাহী বাসটি উল্টে পুকুরে পড়ে গিয়ে এ মর্মান্তিক দুঘটনা ঘটে। আহত অবস্থায় অন্তত ৩০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, বাশার স্মৃতি পরিবহনের বাসটি ভাণ্ডারিয়া থেকে ঝালকাঠির উদ্দেশে ছেড়ে আসে। ছত্রকান্দায় পৌঁছে বাসের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি উল্টে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। 


ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বলছে, পুকুরটি বেশ গভীর হওয়ায় নিহতের সংখ্যা বেড়েছে। বাসটি টেনে তোলার জন্য ক্রেন নিয়ে আসা হয়। নিহতদের মধ্যে আটজন নারী, ছয়জন পুরুষ ও তিনজন শিশু। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও