৫ শতাংশ প্রণোদনা কর্মচারীদের মধ্যে বৈষম্য বাড়াবে

সমকাল প্রকাশিত: ২২ জুলাই ২০২৩, ১৫:৩১

সরকারি কর্মচারীদের জন্য ঘোষিত ৫ শতাংশ প্রণোদনায় ১১-২০ গ্রেডের কর্মচারীদের বৈষম্য আরও বাড়াবে বলে দাবি করেছেন এসব গ্রেডের কর্মচারীরা। তারা বলছেন, প্রণোদনা না দিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী পর্যায়ে গ্রেড সংখ্যা কমিয়ে বৈষম্যমুক্ত নতুন পে-স্কেল দিতে, এতে বৈষম্যের শিকার নিম্ন গ্রেডের কর্মচারীরা লাভবান হবেন।


শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব দাবি তুলেন ধরেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ নামে একটি সংগঠন। সংগঠনটি মহার্ঘ ভাতা, গ্রেড বৈষম্য কমানো, নতুন পে-স্কেলসহ কয়েকটি দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। 


সংবাদ সম্মেলনে সংগঠনের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী বলেন, ঐক্য পরিষদের ৯ম পে-স্কেলসহ ৭ দফা দাবি বাস্তবায়ন না করে অর্থ মন্ত্রণালয় ৫ শতাংশ বিশেষ সুবিধা দেওয়ার যে ঘোষণা দিয়েছে তা বর্তমান বাজার ব্যবস্থার ও মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এতে প্রজাতন্ত্রের ১১-২০ গ্রেডের কর্মচারীরা হতাশ ও ক্ষুব্ধ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও