সহিংস হয়ে উঠছে কি দ্বিদলীয় রাজনীতি
দ্বাদশ সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে দেশের রাজনীতি কি তত বেশি মারমুখী ও সহিংস হয়ে উঠছে? বিশেষ করে দ্বিদলীয় রাজনীতির গত এক মাসের গতি-প্রকৃতি যদি লক্ষ করা যায়, তা হলে এ ব্যাপারে দ্বিমত করার সুযোগ নেই। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, কোনো পক্ষই কোনো প্রকার ছাড় দিতে কিংবা সহিষ্ণুতার দৃষ্টান্ত রাখতে আগ্রহী নন। দীর্ঘদিন থেকে ক্ষমতার বাইরে থাকা বিত্রনপি ও ক্ষমতাসীন আওয়ামী লীগ নিজেদের কর্মসূচি ও ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির লক্ষ্য হাসিলের লক্ষ্যে যতটা ভাবিত ততটা এই কর্মসূচির কারণে জনতার কী হচ্ছে, সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন ও প্রতিদিনের কার্যতালিকা কতটা বাধাগ্রস্ত হচ্ছে তা নিয়ে তাদের দৃশ্যমান কোনো উদ্যোগ ও কর্মতৎপরতা নেই বললেই চলে।
এ কারণে সাধারণ মানুষ আগামীর দিনগুলোতে কী হয় তাই নিয়ে একটা শঙ্কা ও উদ্বেগাকুল সময় কাটাচ্ছে। রাজনীতিবিদদের উচিত তাদের সামনে আশাবাদের একটা কর্মতৎপরতা হাজির করা। যাতে আশ^স্ত হতে পারে তারাÑ যারা রাজনীতির সাথেপাঁচে নেই। কেবল রয়েছে নির্দিষ্ট কোনো দল কিংবা প্রার্থীকে সমর্থন করা এবং ভোটের পরিবেশ সুষ্ঠু থাকলে ভোট দেওয়া। এবং তার ভোটের গুরুত্বের প্রতিফলন দেখতে পাওয়া। সাম্প্রতিক সময়ে মানুষ যে ভোটবিমুখ হয়ে উঠেছে এবং এই প্রবণতা ক্রমাগত বেড়ে চলেছে তার কারণ একটাই। তার ভোট গুরুত্ব হারিয়ে ফেলেছে। ফলে সে ভোট দিক কিংবা না দিক তা কোনো কিছু ম্যাটার করে না। এই প্রবণতা গণতান্ত্রিক সংস্কৃতির জন্য বেদনার।