কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গাইনেকোমাস্টিয়া কেন হয়

দেশ রূপান্তর প্রকাশিত: ২১ জুলাই ২০২৩, ১১:২৯

স্বাস্থ্যগত কারণে পুরুষের স্তন বড় হয়ে যাওয়াকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় ‘গাইনেকোমাস্টিয়া’, Gynecomastia। শারীরিক এই পরিবর্তন যেমন অস্বস্তিকর, অনেকের জন্য তেমনি আবার দুশ্চিন্তারও কারণ। বিশেষ করে এ সমস্যা পুরুষদের বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে। ‘গাইনেকোমাস্টিয়া’ দুই ধরনের হয়ে থাকে। যেমন : শুধু ফ্যাটি টিস্যু বা চর্বি জমে স্তনের জায়গায় ফোলাভাব হলে তাকে সিউডোগাইনেকোমাস্টিয়া বলা হয়। আবার গ্ল্যানডুলার টিস্যু ও ফ্যাটি টিস্যুর সংমিশ্রণে সৃষ্ট ফোলাভাবকে প্রকৃত ‘গাইনেকোমাস্টিয়া’ হিসেবে ধরা হয়।


কারণ : ইস্টোজেন নামক মেয়েলি হরমোন বেড়ে গেলে এমনটা হয়। আবার কিছু ওষুধ খেলে গাইনেকোমাস্টিয়া হতে পারে। কুষ্ঠ রোগ, লিভারের সমস্যা, কিডনির সমস্যা, ফাস্ট ফুড, অতিরিক্ত ওজন, হরমোনের সমস্যা, বয়োসন্ধিকালেও এমনটা হয়।



উপসর্গ : স্তন স্বাভাবিকের তুলনায় বড় বা ফোলা, স্তনে ব্যথা অনুভূত হওয়া ও স্তনে চাকা চাকা কিছু একটা অনুভূত হওয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও