You have reached your daily news limit

Please log in to continue


ভোটের তাওয়া গরম হচ্ছে

সমাবেশ, শান্তি সমাবেশ, পদযাত্রা, শান্তি শোভাযাত্রা, এক দফা। এরকম অনেক শব্দ এখন গণমাধ্যমের নিয়মিত শিরোনাম। তার মানে এগিয়ে আসছে ভোটের দিন।

বাংলাদেশের রাজনীতি মূলত পারস্পরিক অবিশ্বাস, অনাস্থা ও সংঘাতের ইতিহাস। এখানে ক্ষমতায় থাকা মানে বাঘের পিঠে সওয়ার। পিঠ থেকে নামলেই সেই বাঘের আক্রমণে মৃত্যুর সমূহ শঙ্কা। ফলে কেউ একবার বাঘের পিঠে সওয়ার হলে আর নামতে চায় না বা নামতে ভয় পায়।

রাজনীতি হঠাৎ কেন সংঘাতপূর্ণ?

গত বেশ কয়েক বছর ধরে দেশে রাজনীতির নামে জ্বালাও-পোড়াও, হরতাল, সহিংসতা, পেট্রোলবোমা, গাড়িতে আগুন ইত্যাদি নেই। কিন্তু রাজনীতি ও ভোটের তাওয়া যেভাবে গরম হচ্ছে, তাতে রাজনীতির সেই চিরচেনা সংঘাতের রূপটিই ফিরে আসবে কি না—সেই শঙ্কাই এখন কড়া নাড়ছে। বাংলাদেশর রাজনীতি মূলত ঘুরপাক খায় ক্ষমতার দড়ি টানাটানির এক দুষ্টুচক্রে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন