মণিপুর ইস্যুতে মুখ খুললেন নরেন্দ্র মোদি

বাংলা নিউজ ২৪ মণিপুর প্রকাশিত: ২০ জুলাই ২০২৩, ১৫:১২

বাদল অধিবেশনের প্রথম দিনই মণিপুর নিয়ে উত্তাল হতে চলেছে ভারতীয় সংসদ। বিরোধীরা এই ইস্যুতে প্রধানমন্ত্রী মোদির বিবৃতি দাবি করেছিলেন।


এই পরিস্থিতিতে সংসদের অধিবেশন শুরুর আগে বৃহস্পতিবার মণিপুর নিয়ে মুখ খুললেন নরেন্দ্র মোদি।   মোদি বলেন, আমি জাতিকে আশ্বস্ত করতে চাই, কোনো অপরাধীকে রেহাই দেওয়া হবে না। আইন সর্বশক্তিমান। নিজের পথে আইন চলবে। মণিপুরের মেয়েদের সঙ্গে যা হয়েছে, তা কখনও ক্ষমা করা যাবে না।   তিনি জানান, মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সঙ্গে তার কথা হয়েছে। মোদি দাবি করেন, মুখ্যমন্ত্রীকে কড়া হাতে পরিস্থিতি সামাল দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। মোদি বলেন, আমার হৃদয় ব্যথিত এবং রাগে ভরে আছে। মণিপুরের যে ঘটনা আমাদের সামনে এসেছে তা যেকোনো সভ্য সমাজের জন্যই লজ্জাজনক। আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছি, তার রাজ্যে যাতে আইন-শৃঙ্খলা আরও জোরদার করা হয়। বিশেষ করে  নারীদের নিরাপত্তার দিকটি যেন সুনিশ্চিত করা হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও