দাবানলে পুড়ছে ইউরোপ, এশিয়ায় প্রাণঘাতী বন্যা
প্রথম আলো
প্রকাশিত: ২০ জুলাই ২০২৩, ১৩:৩৩
চরম আবহাওয়ার কবলে পড়েছে বিশ্ব। দাবদাহ আর দাবানলে পুড়ছে ইউরোপ ও আমেরিকার বিস্তৃত অঞ্চল। চীনের তাপমাত্রাও রেকর্ড পর্যায়ে গিয়ে ঠেকেছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়া, ভারত, পাকিস্তানসহ এশিয়ার বিভিন্ন দেশে হানা দিয়েছে প্রাণঘাতী বন্যা।
ইতালির ২৩টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। গতকাল বুধবার এসব শহরে তাপমাত্রা বেড়ে ৪৬ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকে। বর্তমানে চরম তাপমাত্রার কেন্দ্রে পরিণত হয়েছে ইউরোপের দেশটি।
ভরা গ্রীষ্মকালীন পর্যটন মৌসুমে ইউরোপের দক্ষিণাঞ্চলে প্রচণ্ড দাবদাহ চলছে। রোমের তাপমাত্রা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। অসহনীয় গরমে মৃত্যু ও হৃদ্রোগের ঝুঁকি বেড়ে যাওয়ার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।