জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা

বাংলা নিউজ ২৪ জার্মানি প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৪, ০৮:৪২

ইরানি বংশোদ্ভূত জার্মান নাগরিক জামশিদ শারমাহাদের মৃত্যুদণ্ড কার্যকর করায় জার্মানিতে ইরানের সবগুলো কনস্যুলেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মান সরকার।  


গত বুধবার (৩০ অক্টোবর) জামশিদের মৃত্যুদণ্ড কার্যকর করার পর গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এই ঘোষণা দিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বেয়ারবক।


জামশিদের বিরুদ্ধে ইরানে সরকার উৎখাতের ষড়যন্ত্র এবং সন্ত্রাসী হামলায় সংশ্লিষ্টতার অভিযোগ ছিল। তবে জামশিদ তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন। তার মৃত্যুদণ্ড রোহিত করার জন্য ইরানকে অনুরোধ করেছিল জার্মানি। 


বৃহস্পতিবার এক ভাষণে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বলেন, জার্মানিতে ইরানের সবগুলো কনস্যুলেট আজ থেকে বন্ধ করে দেওয়া হলো। আমরা স্পষ্টভাবে তেহরানকে বলেছিলাম যে জামশিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে তার ফলাফল হবে গুরুতর; কিন্তু তেহরান তা শোনেনি। তাই বাধ্য হয়েই আমাদের এ পদক্ষেপ নিতে হচ্ছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও