আইডিআরএ সদস্য কামরুলের বিরুদ্ধে ঘুস দাবির অভিযোগ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২০ জুলাই ২০২৩, ১১:৩৮

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (লাইফ) কামরুল হাসানের বিরুদ্ধে ঘুস দাবির অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে। সম্প্রতি লিখিতভাবে এ অভিযোগ করেছেন প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তা জহির উদ্দিন।


অভিযোগপত্রে জহির উদ্দিন নিজেকে কোম্পানিটির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বলে উল্লেখ করেছেন। ঘুসের টাকা না দেওয়ায় আইডিআরএ চেয়ারম্যানকে অসত্য তথ্য দিয়ে তাকে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহীসহ কোম্পানির একাধিক পদ থেকে অব্যাহতি দেওয়ার চিঠি ইস্যু করানো হয়েছে বলেও অভিযোগ জহির উদ্দিনের।


তবে জহির উদ্দিনের করা অভিযোগ সত্য নয় বলে দাবি করছেন আইডিআরএ সদস্য কামরুল হাসান। তার দাবি, কোনো সিদ্ধান্ত নেওয়ার একক ক্ষমতা তার নেই। আইডিআরএ’র একটা বোর্ড আছে। সেই বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। আইডিআরএ’র সিদ্ধান্ত মনমতো না হওয়ায় জহির উদ্দিন এমন অভিযোগ করেছেন। আমি কোনো টাকা চাইনি। এটা ওরা নিজেরা নিজেরাই বানিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও