কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লাল রঙের গাড়িতে করে জেপি নেতার লাশ ফেলে যাওয়ার ঘটনায় মা–মেয়ে গ্রেপ্তার

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৯ জুলাই ২০২৩, ১৫:২৬

রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগের সামনে লাল রঙের গাড়ি থেকে ফেলে যাওয়া জেপি নেতা সালাম বাহাদুর ওরফে আব্দুস সালাম মিয়ার লাশ উদ্ধারের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 


রাজধানী ঢাকা ও মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার গাজিন্দা এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত দুই নারীকে গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজন সম্পর্কে মা-মেয়ে। তবে গ্রেপ্তারকৃতদের নাম প্রকাশ করেনি পুলিশ। আজ বুধবার ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়।


আজ দুপুরে রাজধানীর শ্যামলীতে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক।


তিনি বলেন, সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে গত ১৫ জুলাই রাত ১১টার দিকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানা–পুলিশ। জানা যায়, নিহত ব্যক্তির নাম সালাম বাহাদুর ওরফে আব্দুস সালাম মিয়া (৬০)। তিনি পেশায় একজন ব্যবসায়ী ও ঠিকাদার। তিনি জাতীয় পার্টির (মঞ্জু) অর্থ সম্পাদক ছিলেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই একটি হত্যা মামলা দায়ের করেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও