You have reached your daily news limit

Please log in to continue


‘রেগে গেলেই মা...’, জয়া বচ্চনের ‘বদঅভ্যাস’ নিয়ে অকপট মেয়ে, জনসমক্ষে কী বললেন শ্বেতা?

রাগ তাঁর নাকের ডগায়। বলিউডে এ কথা কারও অজানা নয়। ছবিশিকারিদের সঙ্গে বরাবর আদায়-কাঁচকলায় সম্পর্ক তাঁর। মাঝরাস্তায় দাঁড়িয়ে বর্ষীয়ান বলিউড অভিনেত্রী জয়া বচ্চন তাঁদের ধমক দিচ্ছেন, এমন দৃশ্যও দেখেছেন নেটাগরিকরা।

সেই মানুষটা বাড়িতে ঠিক কেমন? ফাঁস করলেন তাঁর মেয়ে শ্বেতা বচ্চন নন্দা। বছর খানেক আগে কর্ণ জোহরের টক শো ‘কফি উইথ কর্ণ’-এ এসেছিলেন মা ও মেয়ে। তখনই সুযোগ পেয়ে কর্ণ তাঁদের প্রশ্ন করেন, বাড়িতে কি একে অপরের সঙ্গে ঝগড়া করেন তাঁরা? কিছু ক্ষণ ভেবে জয়া উত্তর দেন, ‘‘আমরা ঝগড়া করি না, তবে রাগারাগি হয়েই যায়।’’ মায়ের কথা তখন মন দিয়ে শুনছেন শ্বেতা। জয়া কথা শেষ করতে না করতেই শ্বেতা বলে ওঠেন, ‘‘না মা, আমরা যথেষ্ট ঝগড়া করি। মন ভোলানো কথা বলো না।’’ জয়া তখন মেয়ের কথার রেশ ধরে বলেন, ‘‘আমরা রাগ করলে ফোন ঠুকতে থাকি।’’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন