কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সীমান্ত পেরিয়ে উত্তর কোরিয়ায় ঢুকে আটক যুক্তরাষ্ট্রের নাগরিক

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৮ জুলাই ২০২৩, ১৮:২৮

দুই কোরিয়ার কড়া নিরাপত্তাধীন সীমান্ত এলাকা দিয়ে উত্তর কোরিয়ায় ঢুকে পড়ে যুক্তরাষ্ট্রের এক নাগরিক আটক হয়েছেন বলে জানিয়েছে ওই এলাকা তদারককারী জাতিসংঘ কমান্ড।


যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন এই কমান্ড উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী অসামরিক এলাকা এবং যৌথ নিরাপত্তা এলাকা (জেএসএ) দেখভাল করে।


এক টুইটে জাতিসংঘ কমান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ওই নাগরিক সীমান্ত এলাকার পানমুনজম গ্রামে ঘুরতে গিয়েছিলেন। সে সময় সীমান্ত পেরিয়ে বিনা অনুমতিতেই তিনি উত্তর কোরিয়ায় ঢুকে পড়েন।


ওই ব্যক্তি এখন উত্তর কোরিয়া কাস্টডিতেই আছেন বলে ধারণা প্রকাশ করেছে তারা। উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগ করে বিষয়টি মীমাংসা করার চেষ্টা চলছে বলেও জানিয়েছে জাতিসংঘ কমান্ড।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও