![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2023July/celina-jaitly-20230718110759.jpg)
ক্যারিয়ারের শুরুর কথা স্মরণ করে যা বললেন সেলিনা
একসময় মিস ইউনিভার্স প্রতিযোগিতায় রানার্স আপ হয়ে মডেলিং ও অভিনয় জগতে যাত্রা শুরু করেছিলেন সেলিনা জেটলি। বর্তমানে তিনি অভিনয় থেকে দূরেই আছেন। তবে অনেকেই হয়ত জানেন না, সেলিনার ক্যারিয়ার শুরু হয়েছিল কলকাতাতে। প্রথমদিকে একটি মোবাইল কোম্পানিতে মার্কেটিংয়ের চাকরি করতেন তিনি। সেই কাজের ফাঁকেই বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতেন।
ক্যারিয়ারের শুরুর দিকে কাজ করার পরও নাকি টাকা দেওয়া হয়নি সেলিনাকে। তার ওপর জুটেছে সমালোচনা, এমন ঘটনাও ঘটেছে। ২০০১ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন সেলিনা জেটলি। সে কথা মনে করিয়ে দিয়ে সেলিনা লিখেছেন, ‘এই বছর ২২ বছর পূর্ণ হলো যখন আমি সানজুয়ান, পিউর্তো রিকোয় ২০০১ সালে আয়োজিত প্রতিযোগিতায় মিস ইউনিভার্স হই। মিস ওয়ার্ল্ড, মিস এশিয়া প্যাসিফিকে ভারতের দুর্দান্ত ট্রিপল জয়ের পর অনুষ্ঠিত হয়েছিল সেই মিস ইউনিভার্স প্রতিযোগিতা। লারা দত্ত, প্রিয়াঙ্কা চোপড়ারা ঠিক তার আগের বছরই জয়ী হয়েছিলেন।’
- ট্যাগ:
- বিনোদন
- ক্যারিয়ার
- মিস ইউনিভার্স
- সেলিনা জেটলি