![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-07%2Fb345e9e6-1295-4f27-a11c-44621e5c888a%2Fawami_league_bnp_rallies_170723_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=640)
দুই দিন ঢাকা থাকবে পদযাত্রা ও শোভাযাত্রার দখলে
সরকার পতনের ‘এক দফা’ আন্দোলনে থাকা বিএনপির পদযাত্রার দুই দিন দিন ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
মঙ্গল ও বুধবার সারা দেশে এ কর্মসূচি পালন করতে যাচ্ছে আওয়ামী লীগ। সোমবার দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
সেখানে বলা হয়, “গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করার নামে বিএনপির ‘অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টাকে’ রুখে দিতে এবং ধারাবাহিক উন্নয়নের কথা তুলে ধরতে সারা দেশে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে আওয়ামী লীগ।”
গত ১২ জুলাই রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করে বিএনপি সরকার পতনের ‘এক দফা’ আন্দোলনে যাওয়ার ঘোষণা দেয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে