ঢাকা-১৭: ভোট শেষে গণনার প্রস্তুতি
তুলনামূলক কম ভোটারের উপস্থিতির মধ্যে শেষ মুহূর্তে এক স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার ঘটনায় শেষ হয়েছে ঢাকা-১৭ আসনের উপ নির্বাচন।
আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী ভোটের পরিবেশে সন্তুষ্ট থাকলেও দুই স্বতন্ত্র প্রার্থী এজেন্ট বের করে দেওয়া অভিযোগ করেছেন। একজন স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জনও করেছেন।
দিনভর শান্তিপূর্ণ ভোট চললেও বিকালে ভোট শেষে ঘণ্টাখানেক আগে এক কেন্দ্র পরিদর্শনে গিয়ে ক্ষমতাসীন দলের কর্মীদের হামলার শিকার করেছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম।
নির্বাচন কমিশন অবশ্য ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে। এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ পায়নি ইসি পায়নি দাবি করেছে ভোটার কম হওয়ার বেশ কিছু যুক্তিও সাংবাদিকদের দিয়েছেন একজন নির্বাচন কমিশনার।
সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ আসনের ১২৪টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এই প্রথম কোনো সংসদীয় আসনে ব্যালট পেপারে ভোটগ্রহণ হল।