ট্রান্সফরমার স্থাপন স্থগিত: ঢাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে

জাগো নিউজ ২৪ ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ১৫ জুলাই ২০২৩, ১৮:৪৫

রামপুরায় উপকেন্দ্রে একটি নতুন ট্রান্সফরমার স্থাপনের জন্য রাজধানীর কিছু কিছু এলাকায় রোববার (১৬ জুন) থেকে ২২ জুলাই পর্যন্ত সাতদিন বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছিল বিদ্যুৎ বিভাগ। এ বিজ্ঞপ্তি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ট্রান্সফরমার স্থাপনের সিদ্ধান্ত স্থগিত হয়। এর ফলে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার শঙ্কা কেটে গেলো।


বিদ্যুৎ বিভাগের নতুন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন একটি ২৩০/১৩২ কেভি, ৪৫০ এমভিএ ট্রান্সফরমার স্থাপনের কাজ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। এর আগে জারিকৃত শিডিউল অনুযায়ী যা আগামীকাল ১৬ জুলাই থেকে শুরু করার কথা ছিল। ওই কাজ ১৬ জুলাই থেকে শুরু করা সম্ভব হচ্ছে না। এ কাজের নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও