![](https://media.priyo.com/img/500x/https://channeli.b-cdn.net/wp-content/uploads/2023/07/sk-3rd-week.jpg)
তৃতীয় সপ্তাহে ৮৪ হলে শাকিবের দাপট
চ্যানেল আই
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৩, ১৬:২৫
সুপারস্টার শাকিব খানের ছবি ‘প্রিয়তমা’ ঈদে ১০৯ সিনেমা হলে মুক্তি পেয়েছিল। ঈদের আমেজ ভুলে গেলেও দর্শক ‘প্রিয়তমা’র কথা ভুলেনি। মুক্তির দুই সপ্তাহ ছাড়ালেও এখনও হাউজফুল দিচ্ছে ছবিটি। তৃতীয় সপ্তাহে এসেও সিনেপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে দাপটের সঙ্গে ৮৪ সিনেমা হলে চলছে ‘প্রিয়তমা’।
এমনটাই জানালেন ছবির পরিচালক হিমেল আশরাফ। তিনি বলেন, তৃতীয় সপ্তাহেও আমরা সিঙ্গেল স্ক্রিনগুলোতে রেন্টালে ‘প্রিয়তমা’ চালাচ্ছি, যা অন্য ছবির ক্ষেত্রে হয় না। শুক্রবার ১৬তম দিনেও দেশের ৮৪ সিনেমা হলে বিকেল ও সন্ধ্যার শো হাউজফুল, সিনেপ্লেক্সেও হাউজফুল এবং ব্লকবাস্টারে সর্বাধিক ৭ শো চলছে! হলে হলে হাউজফুল এবং দর্শকদের উন্মাদনায় মাত্র দুই সপ্তাহেই ‘প্রিয়তমা’কে অলটাইম ব্লকবাস্টার ছবি হিসেবে আখ্যায়িত করছেন পরিচালক হিমেল আশরাফ এবং প্রযোজক আশরাদ আদনান।
- ট্যাগ:
- বিনোদন
- নায়ক
- নতুন সিনেমা