![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-05%252F45db131d-0e37-49ea-8ef6-ff00d762251b%252Fwhatsapp_pexels.jpeg%3Frect%3D0%252C371%252C4272%252C2403%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D50%26w%3D900)
হোয়াটসঅ্যাপে কাউকে ব্লক করবেন যেভাবে
প্রথম আলো
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৩, ০৭:৩৩
ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক প্রয়োজনে নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অনেকেই। কিন্তু অনেক সময় পরিচিত বা অপরিচিত ব্যক্তির পাঠানো অবাঞ্ছিত বার্তার কারণে ইনস্ট্যান্ট মেসেজিং সেবাটিতে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তবে চাইলেই হোয়াটসঅ্যাপে অবাঞ্ছিত বার্তা প্রেরকের অ্যাকাউন্ট ব্লক করা সম্ভব। হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট ব্লক করার পদ্ধতি দেখে নেওয়া যাক—
হোয়াটসঅ্যাপে কোনো ব্যক্তিকে ব্লক করার জন্য প্রথমে সেই ব্যক্তির অ্যাকাউন্টের চ্যাটবক্সে প্রবেশ করতে হবে। এরপর ওপরে থাকা নাম বা নম্বরে ট্যাপ করে পরবর্তী পেজের নিচে থাকা ব্লক অপশন নির্বাচন করতে হবে। একটি পপআপ বার্তা দেখা যাবে। বার্তায় ব্লক করার বিষয়টি নিশ্চিত করে ‘ব্লক’ অপশনে ট্যাপ করলেই অ্যাকাউন্টটি থেকে কোনো বার্তা আপনার ঠিকানায় পাঠানো যাবে না।
- ট্যাগ:
- প্রযুক্তি
- অ্যাকাউন্ট ব্লক
- হোয়াটসঅ্যাপ
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে