‘পলকা জীবনের অসহ ভার’ থেকে মুক্তি নিলেন মিলান কুন্ডেরা

বিডি নিউজ ২৪ প্যারিস প্রকাশিত: ১২ জুলাই ২০২৩, ১৭:২৫

বিশ শতকের বিশ্ব সাহিত্যের অন্যতম প্রধান লেখক হয়েও তার জীবন কেটেছে নিভৃতে, জনারণ্য থেকে দূরে থেকেই তিনি লিখেছেন ‘দ্য আনবিয়ারেবল লাইটনেস অব বিইং’; চেক বংশোদ্ভূত সেই ফরাসি ঔপন্যাসিক মিলান কুন্ডেরা ৯৪ বছর বয়সে বিদায় জানালেন এ পৃথিবীকে।


রয়টার্স জানায়, কুন্ডেরার ব্যক্তিগত সংগ্রহ নিয়ে গড়ে তোলা মোরাভিয়ান লাইব্রেরির (এমজেডকে) মুখপাত্র আনা ম্রাজোভা বুধবার এই লেখকের মৃত্যুসংবাদ দেন।


এক বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন কুন্ডেরা। গত মঙ্গলবার প্যারিসে তার মৃত্যু হয়।


১৯২৯ সালে চেক রিপাবলিকের ব্রনোতে জন্মগ্রহণ করেন কুন্ডেরা। ১৯৬৮ সালে চেকোস্লোভাকিয়ায় সোভিয়েত ইউনিয়নের আক্রমণের সমালোচনা করায় ১৯৭৫ সালে তাকে নির্বাসন নিতে হয় ফ্রান্সে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও