You have reached your daily news limit

Please log in to continue


ভেনেজুয়েলায় মার্কিন সেনা অভিযানের ‘প্রশ্নই ওঠে না’: মাদুরো

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দাবি করেছেন, তার দেশে মার্কিন সেনা অভিযানের কোনো সম্ভাবনা নেই।

আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে এএফপি।

সম্প্রতি ক্যারিবীয় সাগরে পাঁচটি যুদ্ধজাহাজ ও চার হাজার সেনা মোতায়েন করেছে ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে, মাদুরো ও তার বামপন্থি সরকারের ওপর চাপ সৃষ্টির উদ্দেশ্যেই এই উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

তবে যুক্তরাষ্ট্র বলছে মাদক বিরোধী অভিযানে অংশ নেওয়ার জন্য ক্যারিবীয় সাগরের দক্ষিণে এবং ভেনেজুয়েলার সাগর-সীমার খুবই কাছে সেনা ও যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। 

জবাবে নিজেদের উপকূলরেখায় যুদ্ধজাহাজ ও ড্রোন পাঠিয়ে টহল দেওয়ার উদ্যোগ নিয়েছে কারাকাস।

মাদুরো বলেন, 'তাদের ভেনেজুয়েলায় প্রবেশ করার প্রশ্নই ওঠে না।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন