You have reached your daily news limit

Please log in to continue


শস্যচুক্তি নবায়ন নিয়ে দুশ্চিন্তা

ইউক্রেনের বন্দর থেকে বিনা বাধায় শস্য রপ্তানির বিষয়ে রাশিয়ার সঙ্গে যে চুক্তি হয়েছিল, তার মেয়াদ ১৭ জুলাই শেষ হচ্ছে। আগের মতো এবারও রাশিয়া এই চুক্তি থেকে বেরিয়ে যেতে চাইছে বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।

এখন নতুন করে ওই চুক্তি না হলে বাংলাদেশে খাদ্যশস্য, বিশেষ করে গমের সরবরাহ ব্যাহত হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন ব্যবসায়ীরা।

বাংলাদেশে সাধারণ আমিষযুক্ত গমের অন্যতম উৎস রাশিয়া ও ইউক্রেন। দেশ দুটি থেকে বাংলাদেশে বছরে গড়ে ৬০ শতাংশ গম আমদানি হতো। গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর উভয় দেশ থেকে গম আমদানি প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। কারণ, কৃষ্ণসাগরের বন্দরগুলো অবরুদ্ধ করে রাখে রাশিয়া।

এ রকম পরিস্থিতিতে গত বছরের ২২ জুলাই কৃষ্ণসাগরের বন্দরগুলো থেকে নিরাপদে খাদ্যশস্য রপ্তানির বিষয়ে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শস্যচুক্তি হয়। এই চুক্তির পর ইউক্রেন থেকে গম রপ্তানি শুরু হয়। তাতে বিশ্বজুড়ে খাদ্যশস্যের দাম কমে। এরই মধ্যে বাংলাদেশে গম আমদানির শীর্ষ উৎস হিসেবে আবারও উঠে আসে ইউক্রেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন