কৃষ্ণসাগর দিয়ে খাদ্য রপ্তানি অব্যাহত রাখা জরুরি
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্বাক্ষরিত ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ (বিএসজিআই) এর মেয়াদ আগামী ১৭ জুলাই শেষ হওয়ার আগে নবায়ন করা না হলে বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য দেশ যে ক্রমবর্ধমান ঝুঁকির মুখোমুখি হবে, তা নিয়ে বাংলাদেশের ব্যবসায়ীরা উদ্বিগ্ন। বাংলাদেশের শীর্ষস্থানীয় ৬টি ব্যবসায়ী চেম্বার মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে বলেছে, ইউক্রেনের বন্দর দিয়ে খাদ্য রপ্তানি অব্যাহত রাখা জরুরি।
এ কারণে কৃষ্ণসাগর বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ লাইফলাইন হিসেবে বিএসজিআই চুক্তির মেয়াদ আবারও বাড়াতে হবে। এ বিষয়ে বাংলাদেশ সরকার যাতে প্রস্তাব দেয়, সেজন্য এসব চেম্বার অনুরোধ করেছে।যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি মো. জসিম উদ্দিন, আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, এমসিসিসিআই সভাপতি সাইফুল ইসলাম, ঢাকা চেম্বারের সভাপতি ব্যারিষ্টার সামীর সাত্তার, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম এবং বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফিকির সভাপতি নাসের এজাজ বিজয়।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- খাদ্য রফতানি
- জাতিসংঘ