রুট ক্যানেল করানোর পর দাঁতে ক্যাপ পরানো জরুরি কেন?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১১ জুলাই ২০২৩, ১৫:৫০
ডেন্টাল ক্রাউন বা ক্যাপ হলো একটি দাঁতের আকৃতির ক্যাপ বা টুপি। যা ক্ষয়প্রাপ্ত, ভাঙা, দুর্বল বা জীর্ণ দাঁতকে পুনরুদ্ধার করে। ডেন্টাল ইমপ্ল্যান্ট ও রুট ক্যানেল চিকিৎসা করা দাঁত ঢেকে রাখার জন্য ডেন্টিস্টরা ক্রাউন ব্যবহার করেন।
ক্রাউন কত ধরনের, কোনটি করবেন?
দাঁতের ক্রাউন (ক্যাপ) অনেক ধরনের আছে। সাধারণত আমরা সচারাচর তিন ধরনের ক্রাউন ব্যবহার করে থাকি। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় পোরসেলিন ক্রাউন। তুলনামূলক অল্প খরচে ন্যাচারাল দাঁতের মতো হওয়ায় এটার প্রতি রোগীর আগ্রহ বেশি থাকে।
সব খরচে মেটালের ক্রাউন করাতে পারেন অধিক মজবুতের জন্য। সবচেয়ে ব্যয়বহুল ও নিখুঁত ন্যাচারাল কাজের জন্য জিরকোনিয়া ক্রাউনের বিকল্প নেই। জিরকোনিয়া ক্রাউন ব্যবহার করতে আপনার দাঁতের এনামেল কম কেটে লাগানো হয় বলে দাঁতও থাকে শক্তিশালী।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- রুট ক্যানাল
- ক্যাপ