কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তিউনিসিয়ায় আন্দোলন করায় বেতন খোয়ালেন ১৭ হাজার শিক্ষক, বরখাস্ত ৩৫০ অধ্যক্ষ

প্রথম আলো তিউনিসিয়া প্রকাশিত: ১১ জুলাই ২০২৩, ১১:৩২

আফ্রিকার দেশ তিউনিসিয়ার শিক্ষকেরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করেছিলেন। এ আন্দোলন করায় ১৭ হাজার শিক্ষকের বেতন বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে ৩৫০ স্কুলের অধ্যক্ষকে বরখাস্ত করা হয়েছে। তিউনিসিয়া কঠিন অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ সিদ্ধান্ত দেশটির পরিস্থিতি আরও খারাপ করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে।


বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, তিউনিসিয়া ১৭ হাজার শিক্ষকের বেতন দেওয়া স্থগিত করেছে। বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভের জন্য ৩৫০ স্কুলের অধ্যক্ষকে বরখাস্ত করা হয়েছে।


আন্দোলনের জেরে বেতন স্থগিত করার এ সিদ্ধান্ত তিউনিসিয়ার প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩০ শতাংশ শিক্ষক ক্ষতিগ্রস্ত হতে পারেন। তিউনিসিয়ার নাগরিকেরা আগে থেকেই অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। বেতন বন্ধের বিষয়ে সরকারের এ সিদ্ধান্ত শক্তিশালী ইউজিটিটি ইউনিয়নের সঙ্গে বিরোধ আরও বাড়িয়ে তুলবে বলে মনে করা হচ্ছে। এ অবস্থায় নিজেদের প্রতিবাদের অংশ হিসেবে শিক্ষকেরা স্কুলে শিক্ষার্থীদের গ্রেড দিতে অস্বীকার করেছেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও