আবারও ঢাকার মঞ্চে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

www.ajkerpatrika.com বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রকাশিত: ১১ জুলাই ২০২৩, ০৯:১৬

রবীন্দ্রনাথ ঠাকুর ও ভিক্টোরিয়া ওকাম্পোর আর্জেন্টিনার স্মৃতি নিয়ে রচিত নাটক ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। ম্যাড থেটার প্রযোজিত নাটকটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয় গত মে মাসে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসবে। গত মাসে ভারতের গুয়াহাটিতে নাটকটির দ্বিতীয় প্রদর্শনীর পর আবারও ঢাকার মঞ্চে আসছে নাটকটি। ১৩ জুলাই রাজধানীর শিল্পকলা একাডেমিতে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে নাটকটির তৃতীয় প্রদর্শনী।


রবীন্দ্রনাথের সঙ্গে সাহিত্যিক ভিক্টোরিয়া ওকাম্পোর দেখা হয়েছিল আর্জেন্টিনায়, ১৯২৪ সালে। তাঁদের দেখা হওয়ার কোনো পূর্বপরিকল্পনা ছিল না, তবু দেখা হয়েছিল। শহর থেকে খানিকটা দূরে, নদীর পাড়ের এক সাদা বাড়িতে ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথেয়তায় রবীন্দ্রনাথ স্মৃতিময় কিছুদিন অতিবাহিত করেন। সেখানে তাঁদের ভাবের আদান-প্রদান হয়, নৈঃশব্দ্যের ভেতর সঞ্চারিত হয় নতুন শব্দমালা। পৃথিবীর দক্ষিণ গোলার্ধের বসন্ত ঋতু তখন মিশে যাচ্ছিল গ্রীষ্মের সঙ্গে। এরপর কত জল গড়িয়ে গেছে রিও ডেলা প্লাটা নদীতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও